Tuesday, December 19, 2023

নৌকা পেলেও মঞ্জু-মেনন-ইনু নাও আসতে পারেন সংসদে

নৌকা পেলেও মঞ্জু-মেনন-ইনু নাও আসতে পারেন সংসদে

 


নৌকা পেলেও মঞ্জু-মেনন-ইনু নাও আসতে পারেন সংসদে 

আসাদুজ্জামান সম্রাট: [২] মহাজোটের তিনটি দলের প্রধান জেপির আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাসদের হাসানুল হক ইনুর পরাজনের সমুহ সম্ভাবনা রয়েছে। 

[৩] রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নিজ জনপ্রিয়তা ও আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোন স্বতন্ত্র প্রার্থী না থাকায় নিজ যোগ্যতায় তিনি এই নির্বাচনী বৈতরণী পার হতে পারেন। 

[৪] জাসদকে ছেড়ে দেয়া বগুড়া-৪ আসনের এ কে এম রেজাউল করিম তানসেনের আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তার আসনে বিএনপির বহিস্কৃত নেতা ডা. জিয়াউল হক মোল্লা শক্তিশালী প্রার্থী এবং তার জয়লাভের সম্ভাবনা রয়েছে। এই আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে লড়ছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। গত উপ-নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে তিনি হেরেছিলেন রেজাউল করিম তানসেনের সঙ্গে।

‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা

[৫] জাসদকে ছেড়ে দেয়া লক্ষ্মীপুর-৪ আসনে মোশাররফ হোসেন নৌকা প্রতীকে নির্বাচন করলেও এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এম আব্দুল্লাহ আল মামুন। নির্বাচনে তার জয়লাভের সম্ভাবনা রয়েছে।

[৬] পিরোজপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে লড়ছেন জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এক সময়ে তারই এপিএস মহিউদ্দিন মহারাজ। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। নির্বাচনী এলাকার তিনটি উপজেলা নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি সদস্যসহ প্রায় ৮০ ভাগ জনপ্রতিনিধি মহিউদ্দিন মহারাজের নির্বাচনী প্রচারণায় নেমেছেন। যেখানে নির্বাচনী প্রচারণার জন্য আনোয়ার হোসেন মঞ্জুর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ভিন্ন কোন পন্থা অবলম্বন না করলে এ নির্বাচনে তার পরাজয় অনেকটা নিশ্চিত।

[৭] বরিশাল-২ আসনটি ওয়ার্কার্স পাটির রাশেদ খান মেননকে ছেড়ে দেয়া হলেও গত দুটি মেয়াদে তিনি ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। ওই নির্বাচনী এলাকায় তার কোন যোগাযোগ না থাকলেও ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদে তিনি যে দু’টি উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার একটি উজিরপুর পড়েছে এই আসনে। অপরদিকে বানারীপাড়ার বাসিন্দা ও শেরেবাংলা একে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হক রাজু স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচনী এলাকায় তিনি খুব জনপ্রিয় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার জন্য কাজ করছেন। ফলে এ আসন থেকে রাশেদ খান মেননের জয়লাভ অনেকটাই অনিশ্চিত।


[৮] জাসদের প্রধান হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনটি ছেড়ে দেয়া হলেও এ আসনে তার শক্ত প্রতিদ্বন্দ্বী মিরপুর উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিন। হাসানুল হক ইনু নৌকা প্রতীকে নির্বাচন করলেও কামরুল আরেফিন নির্বাচন করছেন ট্রাক প্রতীক নিয়ে। তিন মেয়াদে ওই এলাকার এমপি হাসানুল হক ইনুকে নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। আর এ কারনেই সবাই এক প্রকার জোর করেই কামরুল আরেফিনকে প্রার্থী করেছেন। নির্বাচনে জয়ের পাল্লা অনেকটাই ভারী তার দিকে। 

[৯] বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন হাসানুল হক ইনু। বলেছেন, জোট ছাড় দিলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মোকাবিলা করে নির্বাচন করা কঠিন হবে। তিনি নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

সুত্রঃ amadershomoy


এখনও মন্ত্রীর সঙ্গে পুলিশ, কাজ মনে হয় রাতেই হবে: ব্যারিস্টার সুমন

এখনও মন্ত্রীর সঙ্গে পুলিশ, কাজ মনে হয় রাতেই হবে: ব্যারিস্টার সুমন

 


এখনও মন্ত্রীর সঙ্গে পুলিশ, কাজ মনে হয় রাতেই হবে: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বর্তমান সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর বিরুদ্ধে ‘মন্ত্রীর প্রটোকল’ নিয়ে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একইসঙ্গে রাতে ভোট হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক পেয়েছেন তিনি। 


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে শঙ্কা প্রকাশ করেন এই স্বতন্ত্র প্রার্থী।

তিনি বলেন, ‘অন্যান্য আসনে কিন্তু একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছেন। আমি এখনও একজন প্রার্থীর বিরুদ্ধে না শুধু, একজন মন্ত্রী, যিনি এখনও প্রটোকল নিয়ে আছেন, তার বিরুদ্ধে নির্বাচন করছি। উনি পুলিশের গাড়ি ব্যবহার করছেন। পুলিশ দেখলেই সাধারণ মানুষ ভয়ে থাকে। এখনও পুলিশ যেহেতু মন্ত্রীর সাথে আছে, কাজ (ভোট) মনে হয় রাতেই হবে। জোরাজুরি হওয়ার সম্ভাবনা আছে মনে করে সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করে। একজন কর্মকর্তাকে বিষয়টি কনফার্ম করার জন্য জিজ্ঞেস করেছি—আমি একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করছি, নাকি একজন প্রটোকলওয়ালা মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করছি?। তিনি আমাকে কোনও উত্তর দিতে পারেননি।’

হবিগঞ্জ-৪ গুরুত্বপূর্ণ আসন উল্লেখ করে সায়েদুল হক সুমন বলেন, ‘বর্তমানে এই আসনের এমপি আছেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাহেব। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার এলাকার বিভিন্ন জায়গা চষে বেড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে, ব্যাপক সাড়া আমি পেয়েছি। এটা আমার জন্য আশীর্বাদ। আমি বিশ্বাস করি, ওপরে আল্লাহ আর নিচে জনগণ আমার শক্তি। এই দুই শক্তি কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনার যে মিশন, এখানে আমার এমপি হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনার যে মিশন একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। এটার জন্য আমার যা যা করা লাগবে সব করবো।’

‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা

ভোটারদের সাড়া পাওয়ার প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, ‘নির্বাচনি এলাকায় আমি ২০ শতাংশ ভালোবাসার মানুষ পেয়েছি। বাকি ৫০ শতাংশ পেয়েছি প্রতিমন্ত্রী ও তার লোকজন দিয়ে বিভিন্নভাবে নির্যাতিত-নিপীড়িত। এই ৫০ আর আমার ২০ মিলে মোটামুটি ৭০ শতাংশ মানুষের ভালোবাসা (ভোট) পাবো বলে আশা করছি।’

প্রতীক পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঈগল প্রতীক পেয়েছি। পাখির মধ্যে একমাত্র ঈগল ঝড়ের মধ্যে নিচে নামে না। তুফান-ঝড়ে ওপরে উঠে যায়। সে কিন্তু নিচে নেমে আশ্রয় নেয় না।’


সুত্রঃ banglatribune

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

 

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে মিছিল বের করেছিলেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। তাঁদের সেই মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির নেতা–কর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।


আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। এরপর মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ।


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে একতরফা নির্বাচন করতে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। ভিন্নমতের রাজনীতি করলেও গ্রামে, পাড়া-মহল্লায় মানুষের যে সম্প্রীতি ছিল, আওয়ামী লীগ সেটা নষ্ট করে দিয়েছে।


নুরুল হক আরও বলেন, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ অস্তিত্বহীনতার আশঙ্কায় থাকলে প্রয়োজনে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার হতে পারে।


গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে। জনগণ একতরফা তফসিল মেনে নেবে না, আগামী ৭ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে যাবে না। দেশে নির্বাচন নয়, নৌকা ব‍নাম ডামি নৌকা ও স্বতন্ত্র নৌকার লড়াই চলছে বলে মন্তব্য করেন তিনি।


সুত্রঃ প্রথম আলো

ট্রেনে আগুনের ঘটনা ঘটিয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে সরকার

ট্রেনে আগুনের ঘটনা ঘটিয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে সরকার

 


ট্রেনে আগুনের ঘটনা ঘটিয়ে বিরোধীদের ওপর দোষ চাপাচ্ছে সরকার: বিএনপি


রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সরকারের জড়িত থাকার অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। কে এই ঘটনা ঘটিয়েছে তা সুস্পষ্ট। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে।’


আজ মঙ্গলবার বিকেলে অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।


‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা


আজ ভোরে তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রেনের একটি বগি থেকে মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।


সংবাদ সম্মেলনে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ‘মানবতার শত্রু’ উল্লেখ করে রুহুল কবির বলেন, ‘একই ট্রেন কয়েক দিন আগে লাইনচ্যুত হয়েছিল। একই ট্রেন দুবার আক্রান্ত হয়েছে। এই ট্রেনের নিরাপত্তা কোথায়? এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। আমাদের বিশ্বাস, সরকার এর জন্য দায়ী।’


পুলিশের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসক, শয্যা প্রস্তুত রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে রুহুল কবির বলেন, ‘হঠাৎ কেন এমন চিঠি? সবার মনে সন্দেহ জাগছে। তেজগাঁওয়ের ঘটনা কারা করেছে, সেটা স্পষ্ট হয়ে গেছে। অবরোধ-হরতালকারীদের ওপর দায় চাপানো পরিকল্পিত ঘটনা। আমরা আগেই বলেছি, সরকার এখন জঙ্গি-নাশকতার নাটক সাজাবে। সেটারই বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে।’


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


সরকার ডামি নির্বাচন করতে নানা কারসাজি করছে অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সরকার আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। তারা উন্নয়ন, পদ্মা সেতুর কথা বলে; কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে না। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন এখন সরকারের ক্রীতদাস। মধ্যযুগের রাজা-বাদশারা যতটা আইন মানতেন, সরকার সেই অন্ধকার সময়কেও ছাড়িয়ে গেছে।  


সরকার নির্বাচনে আসার দর-কষাকষি করতে বিএনপির নেতাদের কারাগারে নিয়েছে বলে রুহুল কবির অভিযোগ করেন। তিনি বলেন, ‘নিশ্ছিদ্র, নিরাপদ, টুঁ শব্দবিহীন নির্বাচন করতে বিএনপির নেতাদের কারাগারে নেওয়া হয়েছে। সরকার মনে করছে, রাশিয়া আছে, ভারত আছে। রাশিয়া-ভারতের সমর্থনে সরকারের পোয়াবারো অবস্থা।’


সুত্রঃ প্রথম আলো


৭০ শতাংশ লোক নৌকায় ভোট দেওয়ার জন্য তৈরি: ওবায়দুল কাদের

৭০ শতাংশ লোক নৌকায় ভোট দেওয়ার জন্য তৈরি: ওবায়দুল কাদের

 

৭০ শতাংশ লোক নৌকায় ভোট দেওয়ার জন্য তৈরি: ওবায়দুল কাদের

সকালে ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে আগুনে চারজন নিহত হওয়ার বিষয়টিকে গাজায় নারী ও শিশু হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা রেলে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তাদের ক্ষমা নেই।


ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দাবি করছে, তাদের ২১ হাজার নেতা–কর্মী নাকি জেলে আছে। চ্যালেঞ্জ করছি, জেলে আছে ১১ জন। আজ জামিন পেয়েছে দুই হাজার জন। ২১ হাজার ভুয়া, বিএনপিও ভুয়া।’



বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অন্ধকার থেকে বক্তৃতা করে। ছবি তোলে। কুয়াশার মধ্যে ১০-১২ জন মিছিল করে। এটা নাকি আন্দোলন!


বিএনপির আন্দোলন নিয়ে ব্যঙ্গ করে ক্ষমতাসীন দলের এই নেতা আরও বলেন, বিএনপি এ বছর আর আন্দোলন করবে না। আগামী বছর শুরু হবে। রমজানের ঈদের পর আন্দোলন হবে। কোরবানির ঈদের পর আন্দোলন হবে। এরপর আবার পাঁচ বছর পর আন্দোলন করবে! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তিনি বলেন, ‘জেলে যেতে ভয় পায়। ভুয়া। তারেকের কথায় আর আন্দোলন হবে না।’


‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা


ওবায়দুল কাদের দাবি করেন, বিদেশি সমীক্ষা বলছে, ৭০ শতাংশ লোক শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। যারা ভোটকেন্দ্রে আসতে বাধা দেবে, তাদের মনে রাখতে হবে, জনগণ নির্বাচনমুখী, তারাই প্রতিহত করবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস মোল্লা, ঢাকা-১১ আসনে নৌকার প্রার্থী ওয়াকিল উদ্দিন, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম।


সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন প্রমুখ।


সুত্রঃ প্রথম আলো


কর্মী-সমর্থকদের মাঠে রেখে চলে গেলে কাপুরুষের মতো কাজ হবে: ইসি আনিছুর

কর্মী-সমর্থকদের মাঠে রেখে চলে গেলে কাপুরুষের মতো কাজ হবে: ইসি আনিছুর

 

কর্মী-সমর্থকদের মাঠে রেখে চলে গেলে কাপুরুষের মতো কাজ হবে: ইসি আনিছুর

নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থীদের শেষ সময় পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, কর্মী-সমর্থকদের মাঠে রেখে চলে গেলে সেটা কাপুরুষের মতো কাজ হবে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


মো. আনিছুর রহমান বলেন, ‘ভোটের দিন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়। প্রার্থীরা বলেন, “আমার এজেন্ট বের করে দিয়েছে।” মূলত তিনি এজেন্টই দেননি। যে কারণে আজকে প্রার্থীদের বলেছি ভোটের দিন একটি নির্ধারিত ফরম দেব। ভোট শুরু হওয়ার আধা ঘণ্টা আগে সাড়ে সাতটায় যেন তাঁদের এজেন্টের নাম দেন এবং তাঁরা যেন উপস্থিত থাকেন। ভোট শেষ হওয়ার পরে গণনা পর্যন্ত এজেন্টদের থাকতে হবে এবং ফলাফলে স্বাক্ষর দেবেন তাঁরা। প্রার্থীর ফলাফল যা–ই হোক না কেন এজেন্টকে উপস্থিত থাকতে হবে।’


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্য নিয়ে পাঁচজন নির্বাচন কমিশনার এখন সারা দেশে ঘুরে ঘুরে কাজ করছেন বলে জানান ইসি মো. আনিছুর রহমান। তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করণীয়, আমরা তা করে যাচ্ছি। বিশেষ করে যাঁরা স্বতন্ত্র প্রার্থী আছেন, তাঁদের অভিযোগের কথা শুনেছি। আমি মনে করি, এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী যাঁরা আছেন, তাঁরা শক্তি ও সামর্থ্য নিয়েই মাঠে নেমেছেন। আমরা তাঁদের বলেছি, তাঁরা যেন শেষ পর্যন্ত মাঠে থাকেন। কর্মী–সমর্থকদের মাঠে রেখে চলে গেলে সেটা কাপুরুষের মতো কাজ হবে।’


মতবিনিময় সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনসহ চাঁদপুরের পাঁচটি আসনের অধিকাংশ প্রার্থী উপস্থিত ছিলেন।


সুত্রঃ প্রথম আলো

নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

 

নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

অভিনয়ের চেয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি আলোচনায় থাকেন। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দুই বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন মডেল কৃষেণ ব্রজকে। ২০১৯ সালের জানুয়ারিতে সে সংসারও ভেঙে যায়। একই বছরের ১৯ জুন শ্রাবন্তী বিয়ে করেন জিম ট্রেনার রোশন সিংকে। ২০২০ সালে আলাদা হয়ে যান তাঁরা।

শ্রাবন্তীর হট ছবি


বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই তাঁর সংসার। শোনা যাচ্ছে, আবারও ‘সম্পর্কে’ জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তী বর্তমানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে প্রেম করছেন। শুভ্রজিতের পরবর্তী ছবি ‘দেবী চৌধুরাণী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। এই ডিসেম্বরেই সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।

অবশ্য বেশ কিছুদিন ধরেই কলকাতার বিনোদনজগতে গুঞ্জন, শ্রাবন্তী আর ‘দেবী চৌধুরাণী’ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রর মধ্যে প্রেম চলছে! এখনো এ বিষয়ে কোনো কথা না বললেও খুব শিগগির নাকি শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বদলে ফেলবেন স্ট্যাটাস।

  শ্রাবন্তীর হট ছবি

শ্রাবন্তী-শুভ্রজিতের সম্পর্কের সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী। যত দিন চলচ্চিত্র উৎসব চলেছে, তত দিনই তাঁরা একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। কলকাতায় ফিরে আসার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরাণী’ তৈরি করছেন শুভ্রজিৎ। হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এর আগে গত বছর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপে ঘুরতে যাওয়া, হিরের আংটি উপহার দেওয়াসহ বেশ কিছু বিষয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী। অবশ্য সে সময় শ্রাবন্তী জানিয়েছিলেন, অভিরূপের সঙ্গে তিনি প্রেম করছেন না, বরং তাঁরা ‘বিশেষ বন্ধু’। অভিরূপ সব সময় তাঁর পাশে থাকেন বলেও জানান শ্রাবন্তী। শুধু তা-ই নয়, অভিরূপের ভালো দিক সম্পর্কেও জানান শ্রাবন্তী।


তিনি বলেন, ‘অভিরূপ মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের খেয়াল রাখে। বন্ধু হিসেবেও এমন একজন, যার কাছে মনের কথা খুলে বলা যায়।’ সাক্ষাৎকারে অভিরূপের কোন বিষয়টি খারাপ লাগে, সেটাও জানান শ্রাবন্তী, ‘জিম করতে বললেও করে না, যেটা আমার খারাপ লাগে।’ সে সম্পর্ক কত দূর এগিয়েছে, এ বিষয়ে পরে আর কিছু শোনা যায়নি।


শ্রাবন্তী সর্বশেষ কাজ করেছেন ‘আমি আমার মতো’ নামের একটি ছবিতে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এতে শ্রাবন্তীর সঙ্গে আছেন জীতু কমল। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।


সুত্রঃ প্রথম আলো



Saturday, December 2, 2023

‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা

‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা

 





‘অ্যানিমেল’ প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা


রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা আগামীকাল ১ ডিসেম্বর ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। সিনেমাটি এখন বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি জানান, 'অ্যানিমেল' সিনেমাটি এখনও সেন্সরে জমা পড়েনি। 


Animal Movie (2023) Full HD 1080p Download Here


এদিকে সিনেমাটি ভারতীয় সেন্সর বোর্ড থেকে প্রাপ্তবয়স্কের সনদ (অ্যাডাল্ট সার্টিফিকেট) পেয়েছে। সে ক্ষেত্রে এই সিনেমা বাংলাদেশে কিভাবে মুক্তি পাবে? এমন প্রশ্ন উঠেছে। দেশ রূপান্তরের হাতে এসেছে সিনেমাটির সেন্সর সার্টিফিকেট। যেখানে দেখা গেছে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সিনেমাটিকে শুধু প্রাপ্তবয়স্কদের উপযোগী সিনেমা উল্লেখ করে এ ক্যাটাগরি দিয়েছে। যেখানে লেখা রয়েছেন ‘অ্যাডাল্ট অনলি।’

সামাজিক মাধ্যমে সিনেমাটির বেশকিছু অ্যাডাল্ট দৃশ্য ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মাঝেও নানারকম প্রতিক্রিয়া শুরু হয়েছে।


এমন দৃশ্য রয়েছে সিনেমাটিতে  

এ বিষয়ে বাংলাদেশের সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেন , অন্য দেশের সিনেমা সে দেশে যে সার্টিফিকেট পায় তা দেশে বদলানো যায় কি না আমি জানি না। তবে আমি দেখেছি, হলিউডের সিনেমার যে দৃশ্য সেন্সর করা প্রয়োজন সেটার সুযোগ এখানে নেই।   

‘অ্যানিমেল’ সিনেমাটি নিয়ে উপমহাদেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। রণবীর কাপুরের লুক যেমন আগ্রহজাগানিয়া, তেমনই তৃপ্তির জন্যও অপেক্ষা করছেন ভক্তরা। নেটফ্লিক্সের ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বলিউডের তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি। এবার ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে আবারও পর্দায় আসছেন তিনি।

 ‘অ্যানিমেল’ দেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। এই নির্মাতা এর আগে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ ও ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পেয়েছিল।

২০০ কোটি বাজেটের ‘অ্যানিমেল’ সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।


Animal Movie (2023) Full HD

File Size: 1.2 GB


সুত্রঃ দেশ রূপান্তর

রণবীর কাপুরঅ্যানিমেল

নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাবে না, এক্সিডেন্ট অনিবার্য: রিজভী

নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাবে না, এক্সিডেন্ট অনিবার্য: রিজভী

 


নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাবে না, এক্সিডেন্ট অনিবার্য: রিজভী


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে নির্বাচনী ট্রেনের কথা বলেছেন তা গন্তব্যে পৌঁছাতে দেবে না মুক্তিকামী জনতা। সুমতি হলে তার আগেই সরকারের ফ্যাসিবাদ মডেলের নির্বাচনী মডেল থামিয়ে জনগণের দাবি মেনে নিন। অন্যথায় এক্সিডেন্ট অথবা পতন অনিবার্য।’


রিজভী বলেন, ‘দেশ-বিদেশের সবাই শেখ হাসিনার আসন্ন অভিনব ভোট ডাকাতির ফর্মূলা আগে ভাগেই জেনে গেছে। সহযোগী নির্বাচন কমিশন রকিব ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫৪ জনকে বিজয়ী করে রেকর্ড গড়েছেন। হুদা কমিশন ২০১৮ সালে রাতের আঁধারে ব্যালটে সিল দিয়ে ভোট ডাকাতির অভূতপূর্ব রেকর্ড তৈরি করেছে বিশ্বে। এবার ফ্যাসিবাদের দোসর কাজী হাবিবুল আওয়াল সরকারের “চুজ অ্যান্ড পিক” করা হবে ভোটের রাতে ফলাফল ঘোষণার মাধ্যমে। বাংলাদেশে যে তথাকথিত নির্বাচনের পায়তারা চলছে তা ভোটারদের নয়, জনগণের জন্য নয়, এটা হতে চলেছে সরকারের আরেকটি কদর্য রাজ্যাভিষেকের উৎসব।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ট্রেনের সব যাত্রীতো নৌকা আর আওয়ামী লীগের গণবিচ্ছিন্ন লোকজন। নগদ টাকায় ক্রয় করা কতিপয় উচ্ছিষ্টভোগী বেঈমান গণশত্রুকে ছলে বলে কৌশলে ভাগিয়ে নিয়ে সঙ্গে ট্রেনে তুলেছে। ৫৭ সেকেন্ডে ৪৩ ভোটের খোয়াবে যারা এলাকায় গেলে ভোটবঞ্চিত মানুষের গণধোলাইয়ের শিকার হতে পারে। ইতোমধ্যে জাতিসংঘসহ ইউরোপ-আমেরিকা নিশ্চিত হয়েছে যে, আরেকটি তামাশার পাতানো নির্বাচনরঙ্গ মঞ্চস্ত করতে চলেছে এই সরকার। এ কারণে জাতিসংঘ ঘোষণা করেছে এই ভূয়া নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবেন না। অন্য সব গণতান্ত্রিক রাষ্ট্রও আগ্রহ হারিয়ে ফেলেছে।’

রিজভী বলেন, ‘গোটা বিশ্ব যখন বাংলাদেশের ভোটাধিকার বঞ্চিত, গণতন্ত্রকামী মানুষের পক্ষে সরব তখন গত ১৫ বছর ধরে বিনা ভোটে বন্দুকের নলের মুখে ক্ষমতাদখল করে থাকা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য-বিবৃতি দিচ্ছে রাশিয়া, চীন ও ভারত। রাশিয়া-চীনেতো গণতন্ত্র নেই। আমাদের কাছের প্রতিবেশী ভারত, যে রাষ্ট্রটি গণতান্ত্রিক এবং গণতন্ত্রের ঐতিহ্য আছে। সেই ভারত সরকার সরাসরি কিভাবে একটি অগণতান্ত্রিক সরকারের পক্ষে অবস্থান নেয়?’

তিনি বলেন, ‘বিএনপিকে জাতীয় নির্বাচনকে দূরে রাখতে বিএনপির নেতাকর্মীদের পেছনে সুকৌশলে পুলিশের ইউনিফর্ম পরিয়ে চিহ্নিত মাফিয়া চক্রকে লেলিয়ে দেওয়া হয়েছে। সরকার গত একযুগে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লাখেরও বেশি মামলা দিয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব ভুয়া মামলায় ৫০ লাখের বেশি মানুষকে অভিযুক্ত করা হয়েছে। এ ধরণের অনাচার বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। ৭১ সালের মুক্তিযুদ্ধে পাক হানাদারবাহিনী এবং তাদের সহযোগী সঙ্গী রাজাকারবাহিনীর চরিত্রে গড়ে ওঠা আওয়ামী হানাদার বাহিনীর নির্যাতন নিপীড়নে সারাদেশে বিএনপির দুই কোটির বেশি নেতাকর্মী দিনের পর দিন ঘরছাড়া।’

রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের চেয়েও বিচার বিভাগের অবস্থা আরও ভয়ঙ্কর। মিথ্যা কিংবা গায়েবি মামলা দিয়ে পুলিশ যেভাবে বিএনপি নেতাকর্মীদের ফাঁসাচ্ছে একইভাবে কতিপয় বিচারকও বিরোধী দলকে ফাঁসাতে আদালতকে ব্যবহার করছে। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এখন শুধু গায়েবি মামলাই নয়, গায়েবি বিচারও চলছে। বিএনপি নেতাকর্মী যারা কয়েকবছর আগে ইন্তেকাল করেছেন তাদেরকেও কারাদন্ড দেয়া হচ্ছে। এর মানে, গায়েবি মামলার যেমন কোনো তদন্ত হচ্ছে না অপরদিকে আদালতে মামলার কোনো শুনানিও হচ্ছে না।’

সারা দেশে নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ১২টি, আসামি করা হয়েছে ১৩১৫ জনের অধিক নেতাকর্মী, মোট আহত ২০ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে ২  জনের। এছাড়া গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত মোট গ্রেপ্তার ৬ হাজার ৩৯০ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা ২১৮টি, মোট আসামি ২৫২০০ জনের অধিক নেতাকর্মী, মোট আহত ৮৫৭ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে ৬ জনের।’

সূত্রঃ দেশ রূপান্তর

বিএনপিরুহুল কবির রিজভী