Tuesday, December 19, 2023

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

SHARE

 

রাজধানীতে গণ অধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা

নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে মিছিল বের করেছিলেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। তাঁদের সেই মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সংগঠনটির নেতা–কর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।


আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। এরপর মিছিল নিয়ে পুরানা পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ।


নতুন প্রেমে মজেছে শ্রাবন্তী, প্রেমিক কে জানেন


সমাবেশে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে একতরফা নির্বাচন করতে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে। ভিন্নমতের রাজনীতি করলেও গ্রামে, পাড়া-মহল্লায় মানুষের যে সম্প্রীতি ছিল, আওয়ামী লীগ সেটা নষ্ট করে দিয়েছে।


নুরুল হক আরও বলেন, সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ অস্তিত্বহীনতার আশঙ্কায় থাকলে প্রয়োজনে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার হতে পারে।


গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আওয়ামী লীগ বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে। জনগণ একতরফা তফসিল মেনে নেবে না, আগামী ৭ জানুয়ারি জনগণ ভোটকেন্দ্রে যাবে না। দেশে নির্বাচন নয়, নৌকা ব‍নাম ডামি নৌকা ও স্বতন্ত্র নৌকার লড়াই চলছে বলে মন্তব্য করেন তিনি।


সুত্রঃ প্রথম আলো

SHARE

Author: verified_user

0 $type={blogger}: