Monday, May 13, 2024

এবার খোলাবাজারেও ডলারের দাম নির্ধারণ

SHARE

     


এবার খোলাবাজারেও ডলারের দাম নির্ধারণ

ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ চালুর এক কার্যদিবস পরই খোলাবাজারে ডলারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে আন্তঃব্যাংকে ওঠা সর্বোচ্চ দরের সঙ্গে সর্বোচ্চ ১ টাকা যোগ করে ডলার বিক্রি করতে পারবেন মানি চেঞ্জার ব্যবসায়ীরা। 

তবে ব্যবসায়ীদের ডলার ক্রয়ের দর উন্মুক্ত রাখা হয়েছে এই বাজারে। এদিকে দাম নির্ধারণ করে দেওয়ার পরও খোলাবাজারে ডলারের দামে অস্থিরতা কাটেনি। বেশির ভাগ মানি এক্সচেঞ্জে ১২০ টাকার বেশি দামে ডলার ডলার বিক্রি করতে দেখা গেছে। এই দাম কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে দুই টাকা বেশি। অজানা আতঙ্কে কোনো কোনো মানি এক্সচেঞ্জ ডলার কেনাবেচা একপ্রকার বন্ধ রাখে। ব্যবসায়ীরা জানান, ‘ক্রলিং পেগ’ চালুর পর মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে ছদ্মবেশে অনেকেই ডলারের দাম জানতে আসছেন। এ কারণে তারাও সতর্কতা অবলম্বন করছেন।


নিউজ বিস্তারিত পড়ুন >>


SHARE

Author: verified_user

0 $type={blogger}: