Friday, April 19, 2024

WhatsApp এ পাঠানো টেক্সট এডিট করার উপায়

SHARE


WhatsApp এ পাঠানো টেক্সট এডিট করার উপায়

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। এই মাধ্যম ব্যবহার করে প্রতিদিন শত শত টেক্সট বা বার্তা পাঠান অনেকে। এসব বার্তায় টাইপো বা ভুল হওয়া খুবই সাধারণ বিষয়। বিশেষ করে চলার পথে বা ব্যস্ততার সময়ে এসব ভুল আরও বেশি হয়। তাইতো হোয়াটসঅ্যাপে ভুল বার্তা পাঠানোর পর সেগুলো বিভ্রান্তি সৃষ্টি করার আগেই এডিট করার সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি। এডিট করার এ ফিচার আপডেট অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, উইন্ডোজ ও অন্যান্য হোয়াটসঅ্যাপ সংস্করণে রয়েছে। 

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে

* প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ চালু করে একটি চ্যাট থ্রেড খুলুন।

* যে মেসেজটি এডিট করতে চান এর ওপরে প্রেস করে ধরে রাখুন।

* ওপরে ডান কোণায় থাকা থ্রি ডট মেন্যুতে ট্যাপ করতে হবে।

* এডিট অপশন বাছাই করুন।

* ভুল ঠিক করে বা একেবারে নতুন একটি মেসেজ লিখে টেক্সটের ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করুন।


আইফোনে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভবে

* আইফোন থেকে হোয়াটসঅ্যাপে একটি চ্যাট থ্রেড চালু করুন।

* নির্দিষ্ট মেসেজের ওপরে ট্যাপ করে ধরে রাখুন।

* এরপর ফ্লোটিং মেন্যু আসলে এডিট অপশনটি বেছে নিন।

* মেসেজ এডিট করে ডান পাশের টিক চিহ্নে ট্যাপ করে পাঠিয়ে দিন।

উইন্ডোজে হোয়াটসঅ্যাপ টেক্সট এডিট করবেন যেভাবে

* উইন্ডোজে হোয়াটসঅ্যাপ চালু করে চ্যাট থ্রেড খুলুন।

* এরপর মেসেজের ওপরে রাইট ক্লিক করুন।

* এডিট অপশনটি বাছাই করুন।

* হোয়াটসঅ্যাপ আগের পাঠানো বার্তাটি ওপরে দেখাবে।

* এরপর একটি নতুন মেসেজ টাইপ করে ওপরের পুরনো বার্তাটির সঙ্গে মিলিয়ে দেখুন।

* এবার ডান পাশের টিক চিহ্নে ক্লিক করলেই মেসেজটি এডিট হয়ে যাবে।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০ ডট কম

WhatsApp New Update – মোবাইলে ইন্টারনেট না থাকলেও চলবে পিসি’তে


SHARE

Author: verified_user

0 $type={blogger}: