Friday, April 19, 2024

Instagram প্রোফাইলেও দেওয়া যাবে স্ট্যাটাস

SHARE


Instagram প্রোফাইলেও দেওয়া যাবে স্ট্যাটাস 

প্রোফাইলে সংক্ষিপ্ত আকারে স্ট্যাটাস দেওয়ার জন্য আপডেট নোটস ফিচার আনছে Instagram। কেবল সরাসরি মেসেজ ট্যাবেই নয়, ব্যবহারকারীদের সুবিধায় প্রোফাইল পেজেও এটি দেখানো হবে। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নতুন এ ফিচারের মাধ্যমে কারো প্রোফাইলে গেলেই তার নোটস ও এতে অন্যদের প্রবেশের তথ্য দেখা যাবে। এর জন্য ব্যবহারকারীদের নির্দিষ্ট নাম দিয়ে আলাদা করে সার্চ দিতে হবে না।

গুগলের এআই ফটো এডিটিং ফিচার একদম বিনামূল্যে

এতদিন Instagram ইনবক্সে নোটস ওয়েলকাম অ্যাডিশন হিসেবে ছিল। এর সহায়তায় ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সংক্ষিপ্ত আপডেট দিত এবং  আরেকটি ফিচারের মাধ্যমে অন্যরা এর উত্তর দিতে পারত। শর্ট মেসেজের নতুন এ ফিচারটি শিগগিরই ব্যবহারকারীদের প্রোফাইলে দেখানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নোটসের এই আপডেট ফিচারের কারণে সহজেই নিজেদের কিংবা অন্যদের প্রোফাইল ভিজিট করে এটি দেখতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীরা গত ডিসেম্বরে আসা নোট রিপ্লাইয়ের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

Top 100+ Social Media Site List in the World Wide


SHARE

Author: verified_user

0 $type={blogger}: