Tuesday, March 12, 2024

স্মার্ট টেলিভিশনের জন্য ইউটিউবের মতো অ্যাপ আনছেন ইলন মাস্ক

SHARE

 


স্মার্ট টেলিভিশনের জন্য ইউটিউবের মতো অ্যাপ আনছেন ইলন মাস্ক

ইলন মাস্কের মালিকানাধীন এক্স এবার স্মার্ট টেলিভিশনের জন্য অ্যাপ আনছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে অ্যামাজন ও স্যামসাংয়ের স্মার্ট টেলিভিশনে এ অ্যাপ ব্যবহার করা যাবে। ফরচুনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বলা হচ্ছে, ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ও নিজেদের ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে নতুন পরিচয় তৈরির জন্য এ পদক্ষেপ নিয়েছে এক্স। ফরচুনের সেই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই এক্সের স্মার্ট টেলিভিশন অ্যাপ উন্মুক্ত হতে পারে।

টুইটার কিনে এক্স নামকরণের পরপরই ইলন মাস্ক জানিয়েছিলেন, ভিডিও নির্মাতাদের জন্য এক্সকে আরও বেশি আকর্ষণীয় করতে কাজ করবেন। এরই ধারাবাহিকতায় দুই ঘণ্টার ভিডিও প্রকাশের সুযোগ চালু করে এক্স। এরপর আবার আপলোড করা ভিডিওর আকার বাড়ানোর ঘোষণা দেয় এক্স।

New Earning Tips From Tiktok 2024 | টিকটকে আয়ের নতুন সুযোগ

নতুন এ সুবিধার ফলে এক্সে সর্বোচ্চ তিন ঘণ্টা দৈর্ঘ্যের ভিডিও প্রকাশ (আপলোড) করার সুযোগ তৈরি হয়। এমনকি এক্স প্ল্যাটফর্মে নির্মাতাদের জন্য ভিডিও আধেয় বা কনটেন্ট আপলোড করে অর্থ আয়ের সুযোগও দেওয়া হয়েছে। সম্প্রতি এক্সে মাত্র একটি ভিডিও পোস্ট করেই ২ লাখ ৬৩ হাজার ৬৫৫ মার্কিন ডলার বা প্রায় ৩ কোটি টাকা টাকা আয় করেছেন ‘মি বিস্ট’ নামে পরিচিত জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন।

দ্য ইনফরমেশন এর তথ্য অনুসারে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রায় অর্ধেক ব্যবহারকারী টেলিভিশনে ইউটিউব দেখেছেন। এ বছরের জানুয়ারিতে নিয়েলসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শীর্ষ ভিডিও স্ট্রিমিং সাইট হলো ইউটিউব। যার ৮ দশমিক ৬ শতাংশ দর্শক টেলিভিশন পর্দা থেকে আসে। বিপরীতে নেটফ্লিক্সের টেলিভিশন দেখার হার ৭ দশমিক ৯ শতাংশ।

সম্প্রতি এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, টেলিভিশনের পর্দায় ইউটিউবের শর্টস ভিডিও দেখার হার বেড়েছে। বলা হচ্ছে, টেলিভিশনের পর্দায় ভিডিও দেখার এ প্রবণতার কারণে স্মার্ট টেলিভিশনের জন্য অ্যাপ আনার পরিকল্পনা নিতে পারেন ইলন মাস্ক। তবে ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা খুব সহজ হবে না বলে মন্তব্য বিশ্লেষকদের। অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এক্স।

সূত্র: ফিন্যান্স ডট ইয়াহু ডটকম

আর্টিকেল লিখে টাকা আয় | লেখালেখি করে আয় | Article Writing to Earn Money | Part 02


SHARE

Author: verified_user

0 $type={blogger}: