মার্কিন বিনিয়োগ পেতে বাংলাদেশকে ১১ শর্ত দিল যুক্তরাষ্ট্র
জো বাইডেন প্রশাসন গতকাল 'বাংলাদেশ লেবার অ্যাকশন প্ল্যান' এর অধীনে ১১টি শ্রম সংক্রান্ত শর্তের কথা জানিয়েছে। আরও বেশি মার্কিন বিনিয়োগ পেতে হলে বাংলাদেশকে এই শর্ত মেনে চলতে হবে।
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের কাছে 'বাংলাদেশ লেবার অ্যাকশন প্ল্যান' হস্তান্তর করেন।
গত সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্টের (টিকফা) সপ্তম পর্যায়ের বৈঠক পর্যালোচনা সভায় এ বিষয়ে আলোচনা হয়েছিল।
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পথে প্রতিবন্ধকতা চিহ্নিত করে দূর করতে একটি বার্ষিক ফোরাম গঠনের লক্ষ্যে ২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র টিকফা চুক্তি স্বাক্ষর করে।
0 $type={blogger}: