Saturday, March 23, 2024

রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা

SHARE


রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা 

দাম কমানোর মাত্র দুদিনের মাথায় আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার থেকে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।


এর আগে, গত ১৯ মার্চ বাজুস দাম কমিয়ে (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

কিন্তু বৃহস্পতিবার জুয়েলারি সমিতিটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শুক্রবার থেকে দেশের বাজারে নতুন দরে স্বর্ণ বিক্রি হবে। ঘোষণা মোতাবেক আজ থেকে রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা।

গত বছরের ২০ জুলাই দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিতে লাখ টাকা বা এক লাখ ৭৭৬ টাকার ওপরে উঠেছিল।

কপি পেস্ট জব করে $70 পেলাম – Copy Paste Freelancing jobs – Online Data Entry Jobs 2024 – Rmote Jobs – Vartual Assistant

এর আগে গত ৭ মার্চ ভালো মানের এক ভরি সোনার দাম এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করা হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়।

Sourse: jugantor.com

আর্টিকেল লিখে টাকা আয় | লেখালেখি করে আয় | Article Writing to Earn Money | Part 02


SHARE

Author: verified_user

0 $type={blogger}: