ফরিদপুরে ১০০ টাকায় তরমুজ, ৩০ টাকায় আনারস
ফরিদপুরে ৫০০ টাকায় গরুর মাংসের পরে এবার ১০০ টাকায় তরমুজ বিক্রি হচ্ছে। তাছাড়া ৩০ টাকায় মিলছে আনারসও। স্বল্পমূল্যে এসব পণ্য পেয়ে ক্রেতারাও দারুণ খুশি।
শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সস্তায় এই তরমুজ আর আনারস কিনতে উৎসুক জনতার ভিড় জমে। সেখানে ৫ কেজি ওজনের বড় তরমুজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ছোট থেকে মাঝারি আকারের তরমুজ বিক্রি হচ্ছে ৫০-১০০ টাকায়। এর বাইরে শহরের লক্ষ্মীপুর ঈদগাহ এলাকায় বিক্রি করা হয় ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস।
কোন অভিজ্ঞতা ছাড়াই প্রতিদিন ৫ ডলার ইনকাম | Earn $5 Daily Without Any Experience!
Tiktok Photos: ইনস্টাগ্রামের মতো ছবি আদান-প্রদানের অ্যাপ আনছে টিকটক
0 $type={blogger}: