Friday, November 24, 2023

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না : ইসলামী আন্দোলন

SHARE

 

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না : ইসলামী আন্দোলন


ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলছেন, বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আলোকে বলা যায় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। এ ধরনের নির্বাচন দেশের জনগণ চায় না।

তিনি বলেন, বিগত নির্বাচনের অভিজ্ঞতায় বলা যায় এবারও আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সরকারের অধীনে দ্বাদশ নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে পল্টনস্থ কার্যালয়ে দেশের চলমান সংকটজনক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আহমদ আবদুল কাইয়ূম, সৈয়দ বেলায়েত হোসেন, শহিদুল ইসলাম কবির প্রমুখ।

আশরাফ আলী আকন বলেন, নির্বাচন কমিশন দলীয় সরকারের অধীনে তপশিল ঘোষণা করে কালো অ্যধায়ের সৃষ্টি করেছেন। সরকার নীল নকশার নির্বাচনের দিকে গিয়ে দেশকে ভয়াবহ সংঘাত ও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

সুত্রঃ কালবেলা

SHARE

Author: verified_user

0 $type={blogger}: